বিশ্বাস ও ভাল কাজ

নামাজ বেহেশতের চাবিকাঠি- এমন একটা হাদিসের প্রচার রয়েছে বেশ। কিন্তু কোরআনের বেহেশত সংক্রান্ত আয়াতগুলি যদি কেউ পাঠ করেন, তবে প্রথমেই তার মনে হবে, ইমান ও ভাল আমলই বেহেশতের চাবিকাঠি।

অর্থাত্ ইমান আনলে এবং ভাল কাজ করলে যে কেউ বেহেশতে যেতে পারবেন। যারা আরো ভাল কাজ করবেন, অর্থাত্ ধর্মের নির্দেশগুলো (যেমন নামাজ, রোজা, যাকাত ইত্যাদি) যথাযথভাবে মেনে চলবেন, মুত্তাকী হবেন বা তাকওয়া অর্জন করবেন, তাদের জন্য বেহেশতে রয়েছে উচ্চতর স্থান।

নামাজ ফার্সি শব্দ। কোরআনে একে সালাত হিসেবে উলে্লখ করা হয়েছে। বেহেশত শব্দটাও ফার্সি। কোরআনে একে জান্নাত বলে উলে্লখ করা হয়েছে।

জান্নাত শব্দটা কোরআনে ১৪৩ বার উলে্লখ করা হয়েছে। (অনেকে কোরআনে ১ হাজার বার জান্নাত ও ১ হাজার বার জাহান্নাম শব্দের উলে্লখ আছে বলে প্রচার করেন, এটি ঠিক নয়।)

এই ১৪৩টি আয়াতে জান্নাতের ব্যবহার যদি কেউ খোলামনে পাঠ করেন, তাহলে তার কাছে এটাই মনে হওয়া স্বাভাবিক, নামাজ নয়, বেহেশতে যাওয়ার চাবিকাঠি ইমান ও ভাল কাজ।

নামাজ বা সালাতের গুরুত্ব অতীব, এতে কোন সন্দেহ নেই। কোরআনে বহুবার সালাতের কথা বলা হয়েছে যথাযথ গুরুত্ব সহকারে। যেমন বলা হয়েছে যাকাতের কথাও। তবে সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সালিহ আমল বা ভালো কাজের উপর। আমল সংক্রান্ত আয়াতগুলি পাঠ করলেও এর প্রমাণ মিলবে।

কয়েকটি আয়াত:
২:২৫ যাহারা ঈমান আনয়ন করে ও সত্কর্ম করে তাহাদেরকে শুভসংবাদ দাও যে, তাহাদের জন্য রহিয়াছে জান্নাত- যাহার পাদদেশে নদী প্রবাহিত।
২:৮২ এবং যাহারা ঈমান আনে ও সত্কাজ করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে।
৪: ১২২ যাহারা ঈমান আনে ও ভাল কাজ করে তাহাদের দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা চিরস্থায়ী হইবে।
৪: ১২৪ পুরুষ ও নারীর মধ্যে কেহ সত্কাজ করিলে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অণু পরিমাণ জুলুমও করা হইবে না।
৭: ৪২ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে উহারাই জান্নাতবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে।
১০: ২৬ যাহারা কল্যানকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যান এবং আরও অধিক।
৮৫:১১ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহাদেও জন্য আছে জান্নাত।
৬৫:১১ যে কেহ আল্লাহে বিশ্বাস করে ও সত্কর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে।
৬৪:৯ যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সত্কর্ম করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে।
৪৭: ১২ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে আল্লাহ তাহাদের দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত।
৪২: ২২ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে।
২৯:৫৮ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুইচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত।
৩১:৮ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানন ।
৩২:১৯ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহাদের কৃতকর্মের ফলস্বরুপ তাহাদের আপ্যায়নের জন্য তাহাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত।
২২:১৪ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে আল্লাহ তাহাদেরকে অবশ্যই দাখিল করিবেন জান্নাতে।
২৩ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত।
১৮:১০৭ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান।
১৪:২৩ যাহারা ঈমান আনে ও সত্কর্ম করে তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top