অনেক জীবনীতেও লেখা আছে, মিলাদুন্নবী দিবস উপলক্ষে প্রকাশিত অনেক ক্রোড়পত্রেও নিয়মিত লেখা হয়, নবীজী(সাঃ)
ছোটবেলা থেকেই আল্লাহপ্রেমিক ছিলেন। মনে প্রশ্ন জাগে, কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা তাহলে কী?
তিনি তোমাকে পেয়েছিলেন বিভ্রান্ত অবস্থায়, অতঃপর তিনি পথ দেখালেন। (৯৩:৭)
এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রুহ তথা আমার নির্দেশ। তুমি তো জানতে না কিতাব কী, ঈমান কী।’ (৪২:৫২)
আমি তোমার কাছে সেরা কাহিনীগুলো বর্ণনা করছি, ওহীর মাধ্যমে তোমার কাছে কোরআন পাঠিয়ে, যদিও এর আগে নিশ্চিতভাবেই তুমি ছিলে উদাসীনদের/অনবহিতদের (গাফিল) অন্তর্ভূক্ত। (১২:৩)