কথায় কথায় আমরা বলি, অমুকের উসিলায় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। বিপদে পড়লে বা কিছু পাওয়ার আশায় কাউকে উসিলা হিসেবে গ্রহণে বাধা নেই এবং কোরআনের একটি আয়াতকে এই ওয়াসিলাহ বা উসিলার সমর্থনে ব্যবহার করা হয়। এবং হাদিসের বরাতে এই আয়াতকে আরো শক্তপোক্তভাবে উপস্থাপন করা হয়।
৫:৩৫ হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর. তাঁহার নৈকট্য লাভের উপায় (আরবী ওয়াসিলাতা) অন্বেষণ কর ও তাঁহার পথে সংগ্রাম কর, যাহাতে তোমরা সফলকাম হইতে পার।
অথচ কোরআনে এই একই ওয়াসিলাহ শব্দটি অন্যত্রও এমনভাবে ব্যবহার করা হয়েছে যা উপরোক্ত আয়াতটি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের ভাষ্যের পুরো বিপরীত এবং নেতিবাচক।
১৭:৫৬-৫৭ বল, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদিগকে ইলাহ মনে কর তাহাদিগকে আহ্বান কর, করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই। উহারা যাহাদিগকে আহ্বান করে তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় (আরবী ওয়াসিলাতা) সন্ধান করে যে, তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে, তাঁহার দয়া প্রত্যাশা করে ও তাঁহার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ।
কোরআনের আয়াতগুলি মিলিয়ে পড়লে এটা পরিষ্কার হয় যে, ৫:৩৫ আয়াতে যে ওয়াসিলাহর কথা বলা হয়েছে তা দিয়ে কোন কিছুর নিকটবর্তী হওয়াকে বোঝায়, যেটি এর এর সত্যিকার সংজ্ঞার্থ এবং কোরআনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এক্ষেত্রে আল্লাহ হলেন নৈকট্য লাভের লক্ষ্য এবং যে কোন সম্ভাব্য ইতিবাচক উপায় যা বান্দাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। ওয়াসিলাহ মানে কোন কিছুর কাছে পৌছানোর মাধ্যম [‘Wasilah’ : a means of access to a thing (দেখুন লেনের ডিকশনারি, ভলিউম ৮, পৃষ্ঠা ৩০৫৩)।
উপায়টি কী হবে সেটি সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলিম মনে করেন বিশেষ কাউকে উসিলা করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, যার বিরোধিতা করা হয়েছে ১৭:৫৬-৫৭ আয়াতে।
উদাহরণ হিসেবে বলা যায় কোরআন পাঠের পাশাপাশি দাউদ (সাঃ) যে চমত্কার স্তবগান করেছিলেন সেগুলি গাওয়া বা শোনা আধ্যাত্মিকভাবে কাউকে আল্লাহর নিকটবর্তী করতে পারে। ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট তানাখ বা নিউ টেস্টামেন্টের পাঠের মাধ্যমেও আল্লাহর বার্তা বোঝার চেষ্টা করতে পারেন কেহ।
গভীর ধ্যান, দান, যথাসময়ে সঠিক কাজ করা বা আল্লাহর সুন্দর নামগুলি স্মরণ করার মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভের সাধনা করা যায়। মোটকথা, আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন উপায় রয়েছে যা আমরা তার প্রার্থনায় বা স্মরণে ব্যবহার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হাদিসের বরাতে ওয়াসিলাহ সম্পর্কে এমন সব মতবাদ তৈরি করা হয়েঝে যার কোন সমর্থন কোরআনে নেই।
সূত্র : http://quransmessage.com
(আয়াতের অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনের আল কুরআনুল করীম থেকে নেওয়া)